
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেওয়া হবে।
ডায়রিয়া জনিত কারণে হাসপাতালে ভর্তি হলেও সোমবার বিকেলে হঠাৎ করেই তাঁর অবস্থার অবনতি হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা করে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাঁকে। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাতে উন্নত চিকিৎসার জন্য শওকত মাহমুদকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেওয়া হবে।