শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদটপখালেদা জিয়ার কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা

খালেদা জিয়ার কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। ১১ ফেব্রুয়ারি বকশীবাজারের কারা সদর দপ্তরে অ্যাড. এস এম জুলফিকার আলীর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ঠ আইনজীবীদের দল ডিভিশনের আবেদন চেয়ে আইজি প্রিজনের সঙ্গে দেখা করেন। আবেদন শেষে সাংবাদিকদের জুলফিকার আলী বলেন, ৯ ফেব্রুয়ারি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন কারা অধিদপ্তরের কাছে ডিভিশন চেয়ে আবেদন করেন। কিন্তু সেদিন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ছুটিতে থাকায় অন্য কোনো কর্মকর্তা আবেদনপত্রটি গ্রহণ করেননি। এরপর আমরা সকালে সরকারি কর্মদিবসে আবেদনের চিঠিটি নিয়ে এসেছি। আইজি প্রিজন আমাদের আবেদনপত্রটি গ্রহণ করেছেন। তিনি প্রায় ২০ মিনিট আমাদের সঙ্গে বৈঠক করেছেন ও চিঠিটি ইস্যু করে নিয়েছেন। তিনি আমাদের নিশ্চিত করেছেন, আবেদন অনুসারে খালেদা জিয়াকে সব ধরনের সুবিধা দেওয়া হবে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে খালেদার অন্যতম আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে ডিভিশন চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে সংশিষ্ট আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান কারা কর্তৃপক্ষকে জেলকোড অনুযায়ী ডিভিশন দিতে আদেশ দেন। ৮ ফেব্রুয়ারি দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। শারীরিক অবস্থা বিবেচনা করে খালেদা জিয়াকে ৫ বছর, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রীকে নেওয়া হয় বকশীবাজারের পুরনো কারাগারে।

আরও পড়ুন

সর্বশেষ