মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়দেশে আইনের শাসন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়

দেশে আইনের শাসন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়

দেশে আইনের শাসন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রায়ের মাধ্যমে এটি প্রমাণ হলো। দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন। ০৮ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এ প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‍দুর্নীতি আখড়া থেকে পরিত্রাণ পাওয়ার সাফল্য হচ্ছে এ রায়। বিএনপি চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

আইনমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে আমি যতদূর জানি, আইন অনুযায়ী আজই জেলে যেতে হবে খালেদা জিয়াকে’। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

আরও পড়ুন

সর্বশেষ