রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়আজ বন্ধ থাকবে রাইড শেয়ারিং

আজ বন্ধ থাকবে রাইড শেয়ারিং

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অ্যাপসভিত্তিক মোটরবাইক সেবা ‘পাঠাও’ বন্ধ থাকবে ৮ ফেব্রুয়ারি । বুধবার গ্রাহকদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং ফেসবুকের মাধ্যমে এ তথ্য জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ। এছাড়াও রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’ এর সেবাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পাঠাও কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে প্রতিষ্ঠানটির সেবা বন্ধ থাকবে। সেবা চালু হলে তা গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে। তবে পাঠাওয়ের আরেকটি সেবা ‘পাঠাও ফুড’ ঢাকা শহরের নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত আকারে সেবা চালু রাখবে বলে জানিয়েছে।

রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’-কর্তৃপক্ষ জানান, সাময়িক সমস্যার কারণে ইজিয়ারের সেবা বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে অ্যাপসভিত্তিক কার সেবা ‘উবার’ তাদের সার্ভিস চালু রাখবে বলে জানা গেছে। উবারের জনংসযোগকারী প্রতিষ্ঠান বেঞ্চমার্ক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেবা বন্ধ রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে কোনও নির্দেশনা আসেনি। ফলে উবারের সেবা চালু থাকবে।

অ্যাপসভিত্তিক দেশীয় অন ডিমান্ড কার সেবা ‘চলো’ চালু রাখা হবে। বুধবার রাতে চলো’র প্রধান নির্বাহী বলেন, আমরা আমাদের সেবা চালু রাখবো। সেবা বন্ধ রাখার বিষয়ে সরকারি কোনও নির্দেশনা না পাওয়ায় আমরা সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে মোটরবাইক সেবা ‘মুভ’ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, অ্যাপসভিত্তিক মোটরবাইক সেবাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোটরবাইকে যাত্রী নিয়ে চলাচলের সময়ে অনাকাঙ্খিত ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সর্বশেষ