বিনোদন ডেস্কঃ সদ্য মুক্তি পাওয়া কলকাতার আমি এবং আমার গার্লফ্রে- ছবির একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে স্বস্তিকা মুখার্জি। ছবিটি ব্যবসায়িকভাবে ফ্লপের কাতারে যাওয়ার পাশাপাশি অতিমাত্রায় খোলামেলা পোশাকে অভিনয় করে ব্যাপাক সমালোচনার জন্ম দেন তিনি। কারণ বয়স এবং শরীরের তুলনায় বিকিনিতে বেমানান স্বস্তিকাকে দেখে অনেকে অশ্লীল অভিনেত্রী হিসেবেও আখ্যায়িত করেছেন তাকে। সেসঙ্গে সম্প্রতি একটি ভালো ছবিতে সামান্য একটু খোলামেলা দৃশ্যে অভিনয় করতে তার অনাগ্রহকেও বাঁকা চোখে দেখছেন অনেক নির্মতারাও। তারা স্বস্তিকার এমন কথা কাজের অমিল দেখে রীতিমতো ক্ষেপে উঠেছেন স্বস্তিকার প্রতি। আর এতে অনেকটাই অস্বস্তিতে রয়েছেন স্বস্তিকা।