শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপদেশের মানুষ আজ অবরুদ্ধ: এরশাদ

দেশের মানুষ আজ অবরুদ্ধ: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ আজ অবরুদ্ধ। আগামী নির্বাচনে এই অবরুদ্ধ অবস্থার জবাব দিবে মানুষ। ৬ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব একেএম শফিকুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি তসলিম উদ্দিন মুন্সীসহ বেশ কিছু নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এসময় এরশাদ বলেন, মানুষের মনে শান্তি নেই। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। কিছু লিখতেও পারে না। নির্বাচন আর বেশি দূরে নেই। জনগণ এ অবস্থার জবাব দিবে। যোগদানকারীদের উদ্দেশে এরশাদ বলেন, আপনারা কেন যোগদান করতে এসেছেন। আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনে জাতীয় পার্টির ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা এসেছেন এতে জাতীয় পার্টির শক্তি বৃদ্ধি হলো। দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে, জাতীয় পার্টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ