শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদটপপ্রতারণার অভিযোগে ৫ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৭

প্রতারণার অভিযোগে ৫ নাইজেরিয়ানসহ গ্রেফতার ৭

প্রতারণায় জড়ানোর অভিযোগে রাজধানী থেকে পাঁচ নাইজেরিয়ান খেলোয়াড়সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৫ ফেব্রুয়ারি সকালে বিষয়টি জানিয়েছেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা। তিনি জানান, ৪ ফেব্রয়ারি দিনগত রাতে পৃথক সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ নাইজেরিয়ান খোলোয়াড়সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিক হলেন মো. কাউসার আহমেদ(একাউন্ট হোল্ডার), রাইসুল ইসলাম আসাদ (একাউন্ট সংগ্রহকারী)। এছাড়াও নাইজেরিয়ান নাগরিক হলেন ওগোখোয়া ওনোচি (৩২), মরিস (৩৪), ওবিনা (৩৫), হ্যানরি ওরফে শর্ট হ্যানরি (২৪), এন্থনি কেজিতো অ্যারেঞ্জি (২৬)। এর আগে গত বছরের ২০ অক্টোবর রাজধানীর বনানী থানায় করা একটি মামলার (মামলা নম্বর- ১৯) প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে সোমবার দুপুর ১২টায় সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ