বিনোদন ডেস্ক : শুরুতে শুধু রাইমা সেনের নামই শোনা যায়। পরবর্তীতে যোগ হয় ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। আর এই দুজনকে মুল কেন্দ্রীয় চরিত্র করে এবার ক্ল্যাসিক ছবি নির্মাণে করতে যাচ্ছেন টালিউডের চলচ্চিত্র নির্মাতা মৈনাক ভৌমিক। শহুরে গার্লফ্রেন্ডসদের থেকে বেরিয়ে এবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী ‘দ্বিচারিণী’ অবলম্বনে ছবি তৈরি করছেন মৈনাক। আর এই ছবিতে একসঙ্গে কাজ করছেন ঋতুপর্ণ সেনগুপ্তত ও রাইমা সেন। ছবিতে থাকবেন একজন গার্লফ্রেন্ড রাইমা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। এর মধ্যেই শীর্ষেন্দুর সঙ্গে কথাও বলেছেন মৈনাক। ছবিতে জমিদার বাড়ির পুরোহিতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাইমা। ওই বাড়িরই আশ্রিতের চরিত্রে রয়েছেন ঋত্বিক। জমিদারের স্ত্রীর চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।