রবিবার, জুন ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়ছাত্রলীগের আলোচনা সভায় শেখ হাসিনা

ছাত্রলীগের আলোচনা সভায় শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। শনিবার বিকেলে ৪টায় আলোচনা সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর আগে বেলা সাড়ে ৩টায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা শুরু হয়।  আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

আলোচনা সভায় উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।  আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

আরও পড়ুন

সর্বশেষ