শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি’র প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি’র প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি’র ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছে। ০৪ জানুয়ারি সকালে কক্সবাজারে পৌঁছে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’ চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি, ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি’র প্রতিনিধি দল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।  প্রতিনিধি দলটির বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এবং ০৫ জানুয়ারি সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ