বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আগামী অধিবেশনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রদান করুন - বিরোধী দলকে...

আগামী অধিবেশনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রদান করুন – বিরোধী দলকে নাসিম

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রদান করুন।

শুক্রবার রাজধানীর ইডেন কলেজ মিলনায়তনে কলেজ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এটা আপনাদের শেষ সুযোগ। ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসছে, আপনারা সেখানে যোগ দিন। সেখানে আইনমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবেন। সেখানে আপনাদের কোনো প্রস্তাব থাকলে তা বলুন।’

এছাড়া বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্তমান সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে। কেউ এসব নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। তাহলে কেন আমরা তত্ত্বাবধায়ক দেবো?’

দেশের উন্নয়নে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘সিঙ্গাপুর আজ উন্নয়ন করেছে কারণ সেখানে ক্ষমতার ধারাবাহিকতা আছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশের জনগণের কাছে দ্বিতীয়বার সুযোগ চেয়েছিলেন। সেদেশের জনগণ তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। বর্তমান সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। আবার আমাদের কিছু ভুল-ক্রটিও আছে, আমরা সেগুলো সংশোধন করে সামনে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন

সর্বশেষ