বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগের জনসভা থেকে নির্বাচনকে কেন্দ্র করে দলের জন্য দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখবেন আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে জনসভার মঞ্চ তৈরির কাজ দেখতে এসে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবসের এ আলোচনায় বিশাল জনসমাগম ঘটবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা। এরইমধ্যেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন মাহবুব উল আলম হানিফ ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এ সময় তারা সেখানকার কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ এখনো রয়েছে। তবে আলোচনার বিষয় নিয়ে বিরোধী দলকেই প্রস্তাব দিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ