শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২৮ নভেম্বর ৩৭তম জশনে ঈদে মিলাদুন্নবী

২৮ নভেম্বর ৩৭তম জশনে ঈদে মিলাদুন্নবী

আগামী ২৮ নভেম্বর  রোজ মঙ্গলবার  ফটিকছড়ি আজাদী বাজারের পূর্র্ব পাশ্বস্থ পূর্ব জাহানপুর কবির মোহাম্মদ সিকদার বাড়ীর উদ্যোগে ৩৭ তম জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও পবিত্র খতমে বোখারী শরীফ কবির মোহাম্মদ সিকদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে । দিনব্যাপী মাহফিলের কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর হতে খতমে কোরআন.খতমে খাজেগান ও নাতে রাসুল (সাঃ),বাদে জোহর হতে পবিত্র খতমে বোখারী শরীফ বাদে মাগরিব হতে ওয়াজ মাহফিল ও তাকরীর ,বাদে এশা আখেরী মোনাজাত ও তবারুক বিতরন । উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা নারিন্দা মশুরিখোলা দরবার শরীফের মাননীয় সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা রাহনুমায়ে শরীয়ত ও তরিকত কুতুবে যামান হযরতুলহাজ্জ আল্লামা মাওলানা  শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃজিঃ আলী),উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ লেখক ও গবেষক উপমহাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার সম্মানিত প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদীস হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা হাফেজ সোলাইমান আনসারী সাহেব (মাঃজিঃ আলী)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র খতমে বোখারী শরীফের মোনাজাত পরিচালনা করিবেন তেলপারই ছৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা ছৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃ আলী), ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফকিহে মিল্লাত  লেখক ও গবেষক জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান  আলকাদেরী সাহেব (মাঃজিঃ আলী) । বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত থাকবেন বিশিষ্ঠ লেখক ও গবেষক ও অনুবাদক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান (মাঃজিঃ আলী), শাহজাদা মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবুশাহ ,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুসলেহ উদ্দিন আহমদ  আলমাদানী, অধ্যক্ষ আল্লামা শাহজাদা সৈয়দ মুহাম্মদ আহসান হাবীব , জাফত নগর ও ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যানদ্বয় যতাক্রমে মোহাম্মদ আবদুল হালিম ও মোহাম্মদ আবদুল কাইয়ুম । উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া – দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ(মাঃজিঃ আলী), এছাড়া ও উক্ত মাহফিলে আরো দেশ বরন্য উলামায়ে কেরামগন তাশরীফ আনবেন । সকল সুন্নী মুসলমানদের প্রতি মাহফিলে উপস্থিতির জন্য  মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষ দাওয়াত রহিল ।
আরও পড়ুন

সর্বশেষ