বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংকে এক ঘরের ৪ জনকে রাখার পক্ষে সংসদীয় কমিটি, বুধবার সংসদে...

ব্যাংকে এক ঘরের ৪ জনকে রাখার পক্ষে সংসদীয় কমিটি, বুধবার সংসদে উপস্থাপন হতে পারে

ব্যাংকের পরিচালনা পর্ষদে একসঙ্গে এক পরিবারে চার সদস্য থাকার সুযোগ তৈরিতে আইন সংশোধনের প্রস্তাবটি পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনা শেষে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের সুপারিশ চূড়ান্ত করা হয়। বুধবার সংসদে তা পাসের জন্য উপস্থাপন হতে পারে বলে সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানিয়েছেন। চলতি বছরের ৮ মে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আইনের খসড়া অনুমোদনের পর থেকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন। নতুন এই সিদ্ধান্তে বেসরকারি ব্যাংকে ‘পরিবারতন্ত্র’ কায়েমের সুযোগ তৈরি হবে বলেও প্রতিক্রিয়া আসে। প্রভাবশালীদের সুযোগ দিতে আইনে এই সংশোধন আনা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এর মধ্যেই গত সেপ্টেম্বর মাসে বিলটি সংসদে ওঠার পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটির সভাপতি রাজ্জাক মঙ্গলবার বলেন, “বিলটি যেভাবে এসেছে, সেভাবে কমিটি পাস করার সুপারিশ করেছে। গত অক্টোবর মাসে বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার কথা ছিল। তবে ওই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত না থাকায় আলোচনা করেনি সংসদীয় কমিটি।

আরও পড়ুন

সর্বশেষ