শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপসুন্দরবনে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

বাগেরহাটের সুন্দরবন অংশে ‘বন্দুকযুদ্ধে আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে বলে তথ্য দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর কাতলার খালে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন র‍্যাব-৮-এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব। নিহতরা হলেন ইউসুফ ফকির ও রুহুল আমিন। তাঁরা সুন্দরবনের সংঘটিত দস্যুদল আব্বাস বাহিনীর সদস্য বলে স্থানীয় জেলেরা শনাক্ত করেছেন।

র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজ ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় র‍্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় বনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হলে র‍্যাব ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে বনের ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময়ে র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনের ভেতর থেকে গুলি আসা বন্ধ হলে র‍্যাব সদস্যরা সুন্দরবনের ওই এলাকায় অভিযান শুরু করে। র‍্যাব আরো দাবি করে, এ সময়ে বনের ভেতরে দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ