শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়১২ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: ইসি

১২ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: ইসি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলছে। আজ বেলা ১১টার দিকে শেরেবাংলানগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে  এ বৈঠক শুরু হয়।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেদারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নিয়েছে। এছাড়া জাতিসংঘ এবং ইউএনডিপির সদস্যরাও বৈঠকে যোগ দিয়েছেন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন দুই নেত্রীর সঙ্গে কথা বলেছেন।

এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকরাও সঙ্কট সমাধানে তৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবেই ১২ দেশের কূটনীতিকরা ইসির সঙ্গে বৈঠক করছেন।

আরও পড়ুন

সর্বশেষ