রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়একনেকে নিম্ন আয়ের মানুষের জন্য ১৫৯৩৬ ফ্ল্যাট প্রকল্পের অনুমোদন

একনেকে নিম্ন আয়ের মানুষের জন্য ১৫৯৩৬ ফ্ল্যাট প্রকল্পের অনুমোদন

রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের জন্য নির্মিত হবে ১৫ হাজার ৯৩৬টি ফ্ল্যাট। ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা এ লক্ষ্যে নেওয়া প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দিয়েছে। এটিসহ ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। এতে মোট ব্যয় হবে ১৫ হাজার ২২১ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ দেবে ৫২৯ কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, উত্তরার ১৮নং সেক্টরে ২১৪ দশমিক ৪৪ একর জমিতে চলতি সময় থেকে ২০২০ সালের ডিসেম্বর মেয়াদে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকল ধরনের আবাসিক সুবিধা সম্বলিত ফ্ল্যাটগুলো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৯০২ কোটি টাকা। প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ বর্গফুট। প্রতি বর্গফুটের গড় মূল্য পড়বে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা। আট কিস্তিতে গ্রাহককে দাম পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ