শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়কীটনাশকে ভেজাল দিলে জেল-জরিমানা

কীটনাশকে ভেজাল দিলে জেল-জরিমানা

কীটনাশকে ভেজাল দিয়ে কৃষককে প্রতারণা করলে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের বিধান রেখে বালাইনাশক আইনের খসড়ার  অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। তিনি জানান, বালাইনাশক কার্যক্রম ১৯৭১ সালের একটি অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। এবার এই অধ্যাদেশটিকে একটি পূর্ণাঙ্গ আইনে রূপ দেওয়া হচ্ছে। শফিউল আলম আরো জানান, যদি কীটনাশকে ভেজাল দেওয়া হয়, বিজ্ঞাপন ও মোড়কে দেওয়া তথ্যের সঙ্গে উপাদানের মিল না থাকে এবং কৃষককে প্রতারিত করা হয়, তাহলে কীটনাশক আমদানিকারক ও সরবরাহকারীদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হবে। দ্বিতীয়বার কেউ একই অপরাধ করলে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ওই আইন কার্যকর রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়ার কথা বলা হয়েছে। আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ