রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫ম বর্ষে পদার্পণ

এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫ম বর্ষে পদার্পণ

DSC_4215আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা এনআরবি গ্লোবাল ব্যাংক ২৩ অক্টোবর, ২০১৭ তারিখে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি উৎসবের আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ২০১৩ সালে যাত্রা শুরু করে, এনআরবি গ্লোবাল ব্যাংক ইতিমধ্যে দেশের দ্রুততম, প্রগতিশীল এবং নেতৃস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক হিসেবে অধিষ্টিত হয়েছে। ৪৫টি শাখা এবং একটি শক্তিশালী এটিএম নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে নিরবিছিন্ন গ্রাহক সেবা প্রদান করে আসছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার, বিভিন্ন ডিভিশনের প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নিজাম চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা এনআরবি গ্লোবাল ব্যাংক ইতিমধ্যেই দেশের দ্রুত বর্ধমান ৪র্থ প্রজন্মের একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বেসরকারি ব্যাংকের প্রধান সেবা হিসেবে প্রাতিষ্ঠানিক সেবা, উদ্ভাবনী প্রথা, গতিশীল পদ্ধতি এবং কার্যকরী ব্যবস্থাপনার মাধ্যমে “গ্রেট এক্সপেরিয়েন্স” এর প্রতিশ্রুতি রক্ষার মধ্যমে ব্যাংকটি ইতিমধ্যেই একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। ব্যাংকের ক্রমবর্ধমান অগ্রগতিতে তিনি সন্তোাষ প্রকাশ করে এই ধারা অব্যাহত রাখতে ব্যাংক ব্যবস্থাপনাকে পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন

সর্বশেষ