শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ডিএমপিকে ৫০০ পিওএস দিল ইউসিবি

ডিএমপিকে ৫০০ পিওএস দিল ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট ৫০০ পিওএস মেশিন হস্তান্তর করেছে। সম্প্রতি ডিএমপি কার্যালয়ে পিওএস মেশিনগুলো পুলিশের নিকট হস্তান্তর করে ব্যাংকটি। ২০১৪ সালেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট ৪০০ পিওএস মেশিন হস্তান্তর করা হয়েছিল। সহজেই ট্রাফিক কেস এর টাকা পরিশোধের জন্য এই পিওএস মেশিনগুলো ব্যবহার করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহায়মেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম এর নিকট পিওএস মেশিন হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজাল, কোম্পানি সেক্রেটারি ও মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান এ টি এম তাহমিদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোসলেহ উদ্দিন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, শিগগিরই ‘ই-ট্রাফিক প্রিকশন প্রজেক্ট’ এ ইউসিবি ডেবিট/ক্রেডিট কার্ড ও ইউসিবি ইন্টারনেট ব্যাংকিং যুক্ত হবে।

আরও পড়ুন

সর্বশেষ