শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদটপউত্তরা থেকে চেরাগ আলী পর্যন্ত উড়াল সেতু হচ্ছে

উত্তরা থেকে চেরাগ আলী পর্যন্ত উড়াল সেতু হচ্ছে

ঢাকার উত্তরা হাউস বিল্ডিং থেকে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু এবং দশ লেনবিশিষ্ট টঙ্গী সেতু নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে গৃহীত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সেতু বিভাগের সঙ্গে চীনের নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং জিয়াংসু প্রোভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাং শিয়াও য়্যু নিজ নিজ পক্ষে সই করেন।

এ সময় ওবায়দুল কাদের জানান, চুক্তি অনুযায়ী সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার এবং টঙ্গী সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় ৯৩৫ কোটি টাকা। উড়াল সেতুটি সাড়ে তিন কিলোমিটার হবে ছয় লেনের এবং এক কিলোমিটার হবে দুই লেনের। এ সময়ে আগামী ৩০ মাসের মধ্যে ফ্লাইওভার ও সেতুর নির্মাণকাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। চুক্তিসই অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, বিআরটি নির্মাণ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ