শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগনিখোঁজের ৫ দিন পর এনজিওকর্মীর মাটিচাপা লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর এনজিওকর্মীর মাটিচাপা লাশ উদ্ধার

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশু‌লিয়া থানার ক‌বিরপুর এলাকায় নিখোঁজের পাঁচদিন পর বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দি‌কে আশুলিয়ার ক‌বিরপুর দেওয়ানপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই এনজিওকর্মীর নাম সা‌বিনা ইয়াস‌মিন। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করা হয়েছে। ‌সা‌বিনা গাইবান্ধা সদর জেলার রগুনাথপুর গ্রা‌মের আব্দুর রহমা‌নের মে‌য়ে। তিনি ‘আশা ফাউন্ডেশন’ নামের একটি এনজিওর আশুলিয়ার মাঠকর্মী ছিলেন। আটককৃতরা হ‌লেন- ক‌বিরপুর দেওয়ানপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছে‌লে মোসলেম ও তাঁর স্ত্রী রা‌জিয়া আক্তার।

আশু‌লিয়া থানার উপপ‌রিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান,  গত শনিবার আগে সা‌বিনা মোসলে‌মের বা‌ড়ি‌তে  কিস্তির টাকা উত্তোল‌নের জন্য যান। এর পর থে‌কে তিনি নি‌খোঁজ হন। এ ব্যাপারে আশা ফাউন্ডেশ‌নের পক্ষ থে‌কে থানায় এক‌টি ‌নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডা‌য়েরি করা হয়। পরে প্রযু‌ক্তির সাহায্যে পুলিশ মোসলেম ও তাঁর স্ত্রী‌কে আটক করে। এসআই আরো জানান, জিজ্ঞাসাবাদ ওই দম্পতি পুলিশকে বলেছে, ঋণের টাকা পরিশোধ না করে বরং তারা আরো টাকা লুটের চেষ্টা করছিলেন। এর অংশ হিসেবেই তাঁরা সাবিনাকে  প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লুটে নেন তাঁর কাছে থাকা দুই লাখ টাকা। পরে লাশ ড্রামে করে রাতের অন্ধকারে বাড়ি থে‌কে এক কি‌লো‌মিটার দূ‌রের এক‌টি পরিত্যক্ত জ‌মি‌তে পুঁতে রা‌খেন।

আরও পড়ুন

সর্বশেষ