শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপতিন যুদ্ধাপরাধীর আপিলের শুনানি ২১ নভেম্বর দিন ধার্য

তিন যুদ্ধাপরাধীর আপিলের শুনানি ২১ নভেম্বর দিন ধার্য

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার, জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার ও জামায়াত নেতা আবদুস সুবহানের আপিল শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ১০ অক্টোবর আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ শুনানিতে উপস্থিতি ছিলেন আসামি পক্ষের আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সর্বশেষ গত বছরের ৩০ আগস্ট জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজ করেন আপিল বিভাগ। এরপর আর কোনো মামলার শুনানি হয়নি আপিল বিভাগে। এক বছর পর ১৩ আগস্টের আপিল বিভাগের কার্য তালিকায় ওঠে আজহার এবং সৈয়দ কায়সারের আপিল মামলা। তিনদিন পর ওঠে সুবহানের আপিল মামলা।

আরও পড়ুন

সর্বশেষ