শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম কলেজ অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সংবর্ধনা

চট্টগ্রাম কলেজ অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সংবর্ধনা

চট্টগ্রাম কলেজ ইংলিশ এ্যালামনাইয়ের উদ্যোগে এসোসিয়েশনের উপদেষ্টা এবং চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা শেষে সম্প্রতি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে অবসরে যাওয়া ইংরেজী বিভাগের  অধ্যাপক সৈয়দ মোঃ নাজিম উদ্দিনের সম্মানে আয়োজিত এক Professor-Syed-Nazim-Uddin-সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক নাজিম উদ্দিনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকতুল্য নাজিম স্যার তার আদর্শ, সততা ও কর্মনিষ্ঠতার যে উদাহরণ রেখেছেন, তা এ যুগে বিরল। নাজিম স্যার তার কর্ম, দক্ষতা ও কীর্তিতে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন।  আলোকিত এ প্রথিতযশা শিক্ষাবিদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন বক্তাগণ। গত ৭ অক্টোবর ২০১৭ সন্ধ্যায় চকবাজারস্থ মেট্রোপলিটন সায়েন্স কলেজ মিলনায়তনে অধ্যাপক সৈয়দ মোঃ নাজিম উদ্দিনের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয় । এসোসিয়েশনের সভাপতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হাসানের সভাপতিত্বে এবং প্রভাষক প্রদীপ দাশের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্টিত সংবর্ধনার জবাবে অধ্যাপক নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রাম কলেজের ইংরেজী বিভাগে প্রায় ২৪ বছর শিক্ষকতা আমার জীবনের শ্রেষ্ট অর্জন। চট্টগ্রাম কলেজ ইংলিজ এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এলামনি এসোসিয়েশনের আয়োজনে আমি অভিভূত। তিনি বলেন, জীবনের বাকি সময়টুকু আমি লেখালেখি, সমাজ কর্মসহ দুঃস্থ মানবতার কাজে নিয়োজিত করে রাখতে চান তিনি। অনুষ্টানে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিনের কর্মময় জীবন নিয়ে স্মারক প্রকাশনা উন্মুক্ত করা হয় এবং শেষে স্যারকে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় ব্যাংকার মোঃ নাজিম উদ্দিন কর্তৃক মানপত্র পঠন শেষে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক শাশ্বতি দাশ, কমান্ডার আজিম উদ্দিন, প্রভাষক হোসাইন আসম্ াইভা, অধ্যাপক হাসিনা মমতাজ, জসিম উদ্দিন আহমদ চৌধুরী, আনওয়ারুল করিম, রিয়াজ মাহমুদ, ওমর ফারুক রুবেল, খালেদ জামান, প্রভাষক মনোজ দেব, রুমিলা বড়ুয়া, মোহাম্মদ ওবায়দুর রহমান, রাশেদ, এইচ এম রায়হান, ফারুক,  ফরহাদ, প্রমুখ। সভায় আরো এ্যালামনাইরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ