শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদটপকুয়েত থেকে আট মাসে এক হাজার বাংলাদেশি বিতাড়িত

কুয়েত থেকে আট মাসে এক হাজার বাংলাদেশি বিতাড়িত

স্বাস্থ্যগত সমস্যা, শ্রম ও বাসস্থান আইন লঙ্ঘনসহ বিভিন্ন কারণে এ বছর প্রায় ২২ হাজার অভিবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে। যাঁদের মধ্যে এক হাজারের অধিক বাংলাদেশি রয়েছেন। চলতি সপ্তাহে কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত আট মাসে কুয়েত থেকে এই বিপুল অভিবাসীকে বিতাড়িত করে প্রশাসন। যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিতাড়িত হয়েছে ভারতীয় অভিবাসীরা। যা মোট সংখ্যার প্রায় ২৪ শতাংশ, মিশরীয় ২৩ শতাংশ, ফিলিপিনো ১৪ শতাংশ, ইথিওপিয়ান ১৩ শতাংশ, শ্রীলঙ্কার সাত শতাংশ ও বাংলাদেশি ছয় শতাংশের মতো।

ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, প্রায় আট হাজার অভিবাসীকে স্বাস্থ্য সমস্যার কারণে অযোগ্য বলে ঘোষণা করেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। যাঁদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের বেশিরভাগই হেপাটাইটিস রোগে ভুগছিলেন ও এর মধ্যে ১০ জন এইডস রোগের বাহকও ছিলেন। আরব বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ নাগরিকসহ বিভিন্ন পেশায় কর্মরত উচ্চশিক্ষা ডিগ্রিধারীরাও এই অভিযোগের আওতায় রয়েছেন। কুয়েতে শ্রম ও বাসস্থান আইন অমান্যকারী প্রায় ৮০ হাজার অভিবাসী রয়েছেন। তাঁদের অধিকাংশই আবাসিক ও শিল্প এলাকাসহ কৃষি অঞ্চলে অবস্থান করছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ