বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইন্দোনেশিয়া-বাংলাদেশ সমঝোতা স্মারকে সই

জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইন্দোনেশিয়া-বাংলাদেশ সমঝোতা স্মারকে সই

জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনলাইন পত্রিকা জাকার্তা পোস্ট জানিয়েছে, সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে ইন্দোনেশিয়া।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইগনাসিয়াস জোহান বলেন, ‘ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সুসম্পর্কের ভিত্তিতে সমঝোতা সই হয়েছে। দুই দেশই জ্বালানি খাত, বিশেষ করে (রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস প্রতিষ্ঠান) পের্তামিনা ও সম্ভাব্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে সহায়তা করা হবে। জাকার্তা পোস্ট জানায়, বিগত কয়েক বছরে ইন্দোনেশিয়ার কিছু এলএনজি বহনকারী জাহাজ উদ্বৃত্ত থেকে যায়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি খাত এবং শিল্পে যখন এলএনজি দরকার তখনই এ সমঝোতা স্মারক সই হলো। তিনি বলেন, দিনে দিনে বাংলাদেশে জ্বালানির ঘাটতি হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতারের প্রতিষ্ঠান রাসগ্যাস কো. থেকে এলএনজি কিনতে ১৫ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন

সর্বশেষ