বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে আরও একটি উড়োজাহাজ

নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে আরও একটি উড়োজাহাজ

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বহরে ৬৮টি আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ারের বিমান বহরে এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজের সংখ্যা ৪ এ উন্নীত হল। নভোএয়ার এর বহরে বর্তমানে ৩টি এম্ব্রেয়ার ও ৪টি এটিআর মিলে মোট ৭টি উড়োজাহাজে উন্নীত হল। উড়োজাহাজটি রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ এর সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর এম মোস্তাফিজুর রহমান, নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান এমপি, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন । নতুন  উড়োজাহাজ দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ১টি, যশোর ১টি ও সৈয়দপুর ১টি করে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যে  ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৪টি, কক্সবাজার ২টি, যশোর ২টি, সিলেট ১টি, সৈয়দপুর ২টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন

সর্বশেষ