শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়দুদকের মামলায় রানা প্লাজার মালিকের তিন বছরের কারাদণ্ডাদেশ

দুদকের মামলায় রানা প্লাজার মালিকের তিন বছরের কারাদণ্ডাদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দণ্ডাদেশ দেন। রানার আইনজীবী ফারুক আহমেদ জানান, রানাকে কারাদণ্ডের সঙ্গে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ফারুক আরো জানান, রায়ের সময় রানা আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানা, তাঁর স্ত্রী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিজ নামে-বেনামে অর্জিত সব স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়দেনার যাবতীয় হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে দুদক। ওই সময় রানা গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকায় তাঁর নামে নোটিশ জারি হয়নি। পরে ২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারে নোটিশ জারি করে দুদক। পরে ২০১৩ সালের ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায়। কিন্তু পরবর্তী সময়ে সম্পদ বিবরণীর ফরম পূরণ না করায় ২০১৫ সালের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানার বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন

সর্বশেষ