রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ছৈয়দ আবু ছাঈদ। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে র্নিবাচন কমিশন। ভোটগ্রহণের নতুন সময় সূচি পরে জানানো হবে। নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত সময়সূচি অনুযায়ী রেখে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সময়সূচি নির্ধারণ করা ছিল ৩০ আগস্ট। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর কর্ণফুলীতে এটি প্রথম ভোট। এর আগে গত ১৯ জুন নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নবগঠিত কর্ণফুলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭শত ৯৯। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং মহিলা ৫৪ হাজার ২০০।

আরও পড়ুন

সর্বশেষ