রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলী উপজেলা নির্বাচনে ভোট চাইলেন আমিন ও মোসলেম

কর্ণফুলী উপজেলা নির্বাচনে ভোট চাইলেন আমিন ও মোসলেম

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ। এছাড়াও এক মঞ্চে বসে কেন্দ্রীয় নেতাদের সাথে একাত্মতা পোষণ করে আনুষ্ঠানিক ভাবে নৌকার পক্ষে ভোট চেয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে প্রত্যাহারকৃত চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। সোমবার বিকেলে চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর নিজ বাড়িতে এক নির্বাচনী সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকা প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম দিদার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম মডেল উপজেলায় রূপান্তরে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সদস্য মুছা চেয়ারম্যান, নাছির আহমদ চেয়ারম্যান, এসএম ইসলাম, আবু ছালেহ, ছিদ্দিক আহমদ বিকম, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী হায়দার আলী রণি, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা শ্রমিকলীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান দিদারুল আলম দিদার, চেয়ারম্যান রফিক আহমদ, কর্ণফুলী উপজেলা আ’লীগের নেতা জহুর সওদাগর, সৈয়দ আহমদ, এমএ মারুফ, রফিক আহমদ, জসিম উদ্দীন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, সেক্রেটারী সেলিম হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী আমজাদ হোসেন প্রমুখ।

দলীয় আনুগত্য মেনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করায় চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় চেয়ারম্যান মোহাম্মদ আলী নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দেন।

নির্বাচনীয় সভায় কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতারা বলেন, নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। কারণ তিনি কর্ণফুলীকে উপজেলা ঘোষণা করেছেন। আওয়ামীলীগ সরকারের আমলেই কর্ণফুলীতে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। কর্ণফুলীতে যে উন্নয়ন চলছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সভার শুরুতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ