রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়লংকাবাংলা ফিন্যান্সের নতুন ডিএমডি ফিরোজ আহমেদ খান

লংকাবাংলা ফিন্যান্সের নতুন ডিএমডি ফিরোজ আহমেদ খান

ফিরোজ আহমেদ খান সম্প্রতি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন। লংকাবাংলা ফিন্যান্সে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে কাজ করেছেন। ওই সময় বাংলাদেশে সেরা রিটেইল ব্যাংক হিসেবে ব্যাংকটির ‘দি এশিয়ান ব্যাংকার এক্সিলেন্স ইন রিটেইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস’ অর্জনে অনন্য ভূমিকা রাখেন। বাংলাদেশে প্রথম ই-কমার্স পেমেন্ট গেটওয়ে ও গ্রিন ব্যাংকিংয়ের সাফল্যের পেছনে তার ‘প্ল্যানেট কার্ড’ উদ্যোগেরও বিশেষ ভূমিকা রয়েছে।

২০০০ সালের মার্চে ফিন্যান্স ম্যানেজার হিসেবে এএনজেড গ্রিনলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন ফিরোজ আহমেদ খান। ২০০৫ সালের মার্চ থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগে প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘ফিন্যান্সিয়াল ফোরাম বাংলাদেশ’ ও ‘ফিনোভা টেকনোলজিস লিমিটেডের’ সহপ্রতিষ্ঠাতা ফিরোজ আহমেদ খান ভারতের মাদ্রাজে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে। — বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ