গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে আবারো উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। গতকাল সকালে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকাসমূহের উপর দিয়ে আজ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে সঞ্চালনশীল মেঘমালার কারণে গত সোমবার রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে নগরীতে। গতকাল দিনভর নগরীর আকাশ ছিল মেঘলা এবং কোথাও কোথাও থেমে থেমে বর্ষণ হয়েছে। আজো একই আবহাওয়া বিরাজ করতে পারে জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে গত সপ্তাহে সাগর উত্তাল ছিল। এখন বায়ুচাপের তারতম্যের কারণে আবারো উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলীয় এলাকায় বর্ষণ হতে পারে।
আবহাওয়ার এক বিশেষ সতর্ক বার্তায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার মাছ ধরার সব নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।