মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদটপবাংলাদেশি যুবককে হত্যার দায়ে ৬০ বছরের কারাদণ্ড পেলেন এক মার্কিনি

বাংলাদেশি যুবককে হত্যার দায়ে ৬০ বছরের কারাদণ্ড পেলেন এক মার্কিনি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ট্যাক্সি চালক মোহাম্মদ কামাল নামে এক যুবককে হত্যার দায়ে ৬০ বছরের কারাদণ্ড পেলেন শোটা মেকোশভিল নামে এক মার্কিনি। মঙ্গলবার কানেকটিকাটের স্ট্যামফোর্ড সুপরিয়র কোর্টে এই রায় দেন বিচারক। ২০১৪ সালের ২৭ আগষ্ট বুধবার ভোর সাড়ে ৩টার দিকে মোহাম্মদ কামালকে ১২৭ বার ছুরিকাঘাত করেন মেকোশভিল। হত্যাকারীর দাবি, আত্মরক্ষার কারণে এই কাজ করেছিলেন তিনি। তবে পুলিশ জানায় ট্যাক্সি চুরির উদ্দেশ্য ছিলো মেকোশভিলের। কামাল বাধা দেওয়াতেই খুন হতে হয় তাকে। শুক্রবার আদালতের সামনে ন্যায় বিচারের দাবিতে জড়ো হন ১৬০ জন প্রবাসী বাংলাদেশি। তাদের কেউ কামালের আত্মীয়, কেউবা বন্ধু। স্ট্যামফোর্ড পুলিশ জানায়, কামালকে হত্যা করার পর একটি সুপার শপেও চুরির চেষ্টা করে মেকশোভিল। কিন্তু পরে পুলিশের ভয়ে পালিয়ে যায় সে।

ঘটনার দিন ১৩ ঘণ্টা পর পুলিশ খুনি শোটা মেকোসভিলি(২৯) কে গ্রেফতার করেন। ওইদিন তার বাড়িতে তল্লাশি চালিয়ে খুনের সাথে জড়িত থাকার কিছু আলামত উদ্ধার করে। তার কাছ থেকে রক্তমাখা ডলার উদ্ধারের পর কামাল হত্যার সাথে তার জড়িত থাকার ব্যাপারে পুলিশ নিশ্চিত হন। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ