শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়সোনালী পাম জিতল 'লা ভি দ্য দেল'

সোনালী পাম জিতল ‘লা ভি দ্য দেল’

image_12840বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাম ডি’অর জয় করেছে লা ভি দ্য দেল- চ্যাপ্টার ১ ও ২। চলচ্চিত্রটির ইংরেজি নাম ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার। কানের ৬৬তম আসরে রোববার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের ২০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা থেকে ফরাসি পরিচালক আবদেলেতিফ কিশচিশের এই ছবিটিই বেছে নেন বিচারকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সমকামী প্রেমের ছবি লা ভি দ্য দেল এ ১০ মিনিট ধরে দুই তরুণীর অন্তরঙ্গ প্রেমের একটি দৃশ্য নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন বিচারকরা। তবে স্টিফেন স্পিলবার্গ নেতৃত্বাধীন বিচারকম লী শেষ পর্যন্ত আবদেলেতিফ কিশচিশের পক্ষেই রায় দেন। স্পিলবার্গ বলেন, এই পুরস্কার পরিচালক কিশচিশে এবং তার সিনেমার দুই প্রধান চরিত্রের অভিনেত্রী আদেল এক্সারকোপোলিস ও লিয়া সেডু’র মধ্যে ভাগাভাগি হওয়া উচিৎ। এই চলচ্চিত্রের সাফল্যের পেছনে দুই অভিনেত্রীর ভূমিকাই প্রধান। সাংবাদিকদের উদ্দেশে স্পিলবার্গ বলেন, ‘আমি মনে করি এটি (লা ভি দ্য দেল) অনেকবার প্রদর্শিত হবে। আমি মনে করি এই চলচ্চিত্র একটি জোড়াল বার্তা বহন করছে, অত্যন্ত ইতিবাচক সেই বার্তা। স্পিলবার্গ জানান, তিনি সমকামী বিয়ের সমর্থক। অবশ্য এ বিষয়টি পুরস্কারের মনোনয়নে ভূমিকা রেখেছে কি না- সে প্রশ্ন এড়িয়ে যান তিনি। রোববার যখন প্যারিসের রাস্তায় সমকামী বিয়ে আইনের বিরুদ্ধে লাখো মানুষ বিক্ষোভ করেছে, ঠিক তখনই সমকামী প্রেমের একটি চলচ্চিত্রের কান উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হওয়ার বিষয়টিকে সময়োপযোগী বলে মনে করেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমাউক্স। তিনি বলেন, ‘যারা সমকামী বা সমলিঙ্গের বিয়ের বিরুদ্,ধে তাদের প্রত্যেকেরই এ সিনেমা দেখা উচিৎ।’
আবদেলেতিফ কিশচিশে তিউনিশিয়ায় জন্মগ্রহণকারী একজন অভিনেতা। পরিচালক হিসাবে তার অভিষেক হয় ২০০০ সালে। পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগ আপ্লুত হয়ে যান। এ পুরস্কার ফরাসি তরুণ এবং তিউনিশিয়ার আরববসন্তের সূচনাকরী তরুণদের উৎসর্গ করেন তিনি। এবারের কান উৎসবে মেক্সিকোর আমেত এসকালানতে তার ‘হেলি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জয় করেন। আর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ৭৬ বছর বয়সী ব্রুস ডের্ন ‘নেবরাস্কা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার এবং ফরাসি অভিনেত্রী বিজিনিস বিজু ইরানি চলচ্চিত্র লু পাসে (দ্য পাস্ট) অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জয় করেন। চলতি মাসের ১৫ তারিখে শুরু হয়ে ২৬ তারিখে শেষ হয় ৬৬তম কান চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন

সর্বশেষ