বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদটপনিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগদানকারী পাঁচ বাংলাদেশি আমেরিকানকে সংবর্ধনা

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগদানকারী পাঁচ বাংলাদেশি আমেরিকানকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগদানকারী পাঁচ বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে বুধবার রাতে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবর্ধিত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তারা হলেন মাহবুবুর জুয়েল, জামান আসাদ, চৌধুরী ইফতেখার, চৌধুরী মোহাম্মদ ও আহমেদ ইশতিয়াক। অফিসারদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় এ সভায় সংবর্ধিত কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসেম্বলিম্যান হোজে রিভেরা, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হেলাল চৌধুরী।

এবারের ফোর্থ জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে ১০ বাংলাদেশিসহ ৪০৮ পুলিশ অফিসারের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্ব গ্রহণের অধ্যায় শুরু হয়। পুলিশ একাডেমিতে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের পর স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটনে বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা অভিষিক্ত হন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে।

আরও পড়ুন

সর্বশেষ