শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিককে গ্রেফতার করা হয়েছে। কুইন্স কাউন্টির অ্যাটর্নির অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিশদ বিবরণে বলা হয়েছে অভিযুক্ত ওই কূটনীতিকের নাম শাহেদুল ইসলাম (৪৫)।  খবর বিবিসির। অভিযুক্ত ওই কূটনীতিকের পদবী উল্লেখ করা হয়েছে ডেপুটি কনসাল জেনারেল অব বাংলাদেশ। তিনি কুইন্সের পাশেই জ্যামাইকা স্টেটে বসবাস করছেন। কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, নিউইয়র্কে তার বাসায় এক বাংলাদেশি নাগরিককে তিন বছরের বেশি সময় ধরে সহিংস নির্যাতন ও হুমকি দিয়ে তিনি বিনা বেতনে কাজ করতে বাধ্য করেছেন। এছাড়া বাংলাদেশি ওই শ্রমিককে যুক্তরাষ্ট্রে নেয়ার পরই তার পাসপোর্ট কেড়ে নেন শাহেদুল। এদিকে ওই কূটনীতিকের বিরুদ্ধে সবগুলো অভিযোগ প্রমাণিত হলে তাকে ১৫ বছরের জেল খাটতে হতে পারে।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান জানিয়েছেন, ১২ জুন সকালে পুলিশের হাতে আটক হন তিনি। অভিযুক্ত শাহেদুল ইসলামকে ৫০ হাজার ডলার বন্ডে জামিন আদেশ দেয়া হয়েছে। তবে তিনি এখনো মুক্ত হননি। এদিকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন এক বিবৃতিতে বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একজন কূটনীতিক তার বাড়িতে আরেকজনকে কাজে বাধ্য করতে শারীরিক জোর খাটিয়েছেন এবং হুমকি দিয়েছেন। জামিনে মুক্তি পেলেও আগামী ২৮ জুন শাহেদুল ইসলামকে আবারও আদালতে হাজির হতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ