বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদটপপদ্মা সেতুর ৪৩% অগ্রগতি হয়েছে

পদ্মা সেতুর ৪৩% অগ্রগতি হয়েছে

পদ্মা সেতুর সার্বিক কাজের ৪৩ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু কোনো দলীয় সেতু নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কষ্টের সোনার ফসল এটি। ইতিমধ্যে কাজের ৪৩ শতাংশ অগ্রগতি হয়েছে। শিডিউল অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, ‘মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের কাজ শুরু হলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। যথাসময়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ