মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদটপআমি সমাজের সম্মানী ব্যক্তি, গাড়ি জমা দেওয়ার মাধ্যমে প্রায়শ্চিত্ত করলাম

আমি সমাজের সম্মানী ব্যক্তি, গাড়ি জমা দেওয়ার মাধ্যমে প্রায়শ্চিত্ত করলাম

রাজধানীর হাতিরঝিল এলাকায় ফেলে রাখা বিলাসবহুল গাড়ির সঙ্গে একটি চিঠিও পাওয়া গেছে। এটি গাড়ির অজ্ঞাতপরিচয় মালিকের। চিঠিতে তিনি নিজেকে সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে দাবি করেছেন এবং তাঁকে না খোঁজার অনুরোধ করেছেন। সোমবার সকালে জাতীয় শুল্ক গোয়েন্দা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল পোরশে ব্র্যান্ডের গাড়িটি উদ্ধার করেন। এ সময় চালকের আসনে চিঠিটি পাওয়া যায়। চিঠিটি শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবরে লেখা রয়েছে। এতে কোনো ব্যক্তির নাম বা সই ছিল না। চিঠিতে বলা হয়েছে, ‘আমি বিগত কয়েক বছর ধরে এই গাড়িটি ব্যবহার করছি। গাড়িটি আমার অনেক প্রিয় ও আবেগের। সম্প্রতি আমি জানতে পারি, এই গাড়িটির ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে। আমি সমাজের সম্মানী ব্যক্তি। আমাকে অনেকে এক নামে চিনে। মানসম্মানের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় গাড়িটি ফেলে রেখে গেলাম। দয়া করে আমাকে আপনারা খোঁজার চেষ্টা করবেন না। দেশব্যাপী পরিচালিত আপনাদের অভিযানগুলোর আমি প্রশংসা করছি। আমার অতি প্রিয় এই গাড়িতে ট্যাক্স ফাঁকি দিয়ে অন্যায় করলেও এটি জমা দেওয়ার মাধ্যমে আমি সেটির প্রায়শ্চিত্ত করলাম। জাতীয় শুল্ক গোয়েন্দা সংস্থার উপপরিচালক শরীফ আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তা জানান, গাড়ির ভেতর চাবি পাওয়া যায়। চালকের আসনে চিঠিও পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দার দল অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির দাম প্রায় দুই কোটি টাকা। ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়িটি দেশে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

সর্বশেষ