শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে নিহত এক

ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে নিহত এক

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মালিবাগের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম স্বপন (৪৩)। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। আহত দুজন হলেন পলাশ (৩৫) ও নুরুন্নবী (৪০)। পলাশ নির্মাণাধীন ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত আড়াইটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গার্ডার তোলার সময় ক্রেন ছিঁড়ে যায়। এ সময় গার্ডার ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, আহত পলাশ ও নুরুন্নবী হাসপাতালে চিকিৎসাধীন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলী হোসেন জানান, রাত ৩টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়। তিনি একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

আরও পড়ুন

সর্বশেষ