মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদটপজিয়া ৭ মার্চকে স্বাধীনতার গ্রিন সিগন্যাল বলেছিলেন : কাদের

জিয়া ৭ মার্চকে স্বাধীনতার গ্রিন সিগন্যাল বলেছিলেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার গ্রিন সিগন্যাল (সবুজসংকেত) বলেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঐতিহাসিক ৭ মার্চের বার্ষিকীতে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাপ্তাহিক বিচিত্রায় প্রকশিত এক লেখায় বলেছিলেন, ‘৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণে বাঙালিদের ‘যা কিছু আছে, তা নিয়ে’ শত্রুর মোকাবিলা করার আহ্বান জানিয়েছিলেন তিনি।

এই দিনটির স্মরণে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন,  ”ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ‘এটিই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপি এটা উপলব্ধি করে না। আসলে এটা চেতনার ব্যাপার। মূল্যবোধের ব্যাপার। অনুভূতির ব্যাপার ; যা তাদের নেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে, সকল প্রকার অসুন্দর ও অসাম্প্রদায়িকতাকে পরাজিত করে স্বাধীনতাকে সুসংহত করা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া।’

আরও পড়ুন

সর্বশেষ