শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক জটিলতা তৈরী না করলে দেশ আরও এগিয়ে যেতো

পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক জটিলতা তৈরী না করলে দেশ আরও এগিয়ে যেতো

পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক জটিলতা তৈরী না করলে দেশ আরও এগিয়ে যেতো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি একনেক সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ডক্টর মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে আরো বলেন, একজন ব্যক্তির কারণে জটিলতা তৈরী হয়েছিলো। তা না হলে জিডিপি বাড়তো এক থেকে দুই শতাংশ। কিন্তু তা না হয়ে মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিলো বিশ্বব্যাংক। ভিত্তিহীন কলঙ্কের বোঝা টেনে সচিব পদমর্যাদার একজনকে জেল খাটতে হয়েছে। একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে অর্থায়ন ফিরিয়ে নেয় বিশ্বব্যাংক। আর এখন কানাডার আদালতে প্রমাণ হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি।এক ব্যক্তির জন্য বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি এমন ভাবে নষ্ট হয়েছে। ২০১০ সালে দেশের সবচে’ বড় প্রকল্প পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক। ফলে সে সময়ের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করার দাবি তোলে সংস্থাটি। তাদের অভিযোগ ছিল কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মীরা ঘুষ দিয়ে পরামর্শকের কাজ বাগিয়ে নেয়ার চেষ্টা করেছিল। তাদের অনুরোধে কানাডা সরকার সে দেশে মামলা করে এবং লাভালিনের তিন কর্মকর্তার বিচার হয়।
দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে দাবি করে ২০১২ সালের ২৯ জুন পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। ২শ’ ৯০ কোটি ডলারের এ প্রকল্পে সংস্থাটির দেয়ার কথা ছিল ১শ’ ২০ কোটি ডলার। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পর একই পথে হাটে এডিবি ও জাইকা। এসময় পদ্মা সেতু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করা হয় একনেক সভায়।

আরও পড়ুন

সর্বশেষ