শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েখুলনা বিভাগদক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট ২৩ জানুয়ারি থেকে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট ২৩ জানুয়ারি থেকে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ১২ দফা দাবিতে ২৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২১ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক আব্দুল গফফার বিশ্বাস।

সম্মেলনে পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেস নোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজী ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ড থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক চালকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু, শেখ অহিদুল ইসলাম, সামছুর রহমান, নুরুল হক লিপন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ