রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউউপসচিব পদে রদবদল

উপসচিব পদে রদবদল

Govt-logoপ্রশাসনের ১১ উপসচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিনকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার করা হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন নির্বাহী পরিচালক (অর্থ) রশিদ আহমেদকে করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক মো. বিল্লাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে। সিনিয়র সহকারী সচিব অঞ্জনা খান মজলিসকে চট্টগ্রাম চা বোর্ডের উপসচিব করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত উপসচিব মুন্সি আব্দুল আহাদকে করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব।  অপরদিকে, চট্টগ্রমাস সিটি করপোরেশনের সচিব মো. শামসুজ্জোহাকে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম বেনজামিন রিয়াজিকে নড়াইল এবং নিলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক পরান সিংহকে নিলফামারী জেলা প্রশাসক কার্যলয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ আহমেদকে ‘সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকারকে ‘সেক্টর পলিসি সাপোর্ট অব দ্যা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ প্রকল্পের সহকারী পরিচালক করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ