সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলালদীঘি মাঠে কমিউনিটি পুলিশের সমাবেশ শুরু

লালদীঘি মাঠে কমিউনিটি পুলিশের সমাবেশ শুরু

নগরীর লালদীঘি ময়দানে কমিউনিটি পুলিশের সমাবেশ শুরু হয়েছে। ১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এসময় উদ্বোধনী মঞ্চে আইজিপি একেএম শহীদুল হক, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার ইকবাল বাহার উপস্থিত ছিলেন।  উদ্বোধনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। উদ্বোধনী বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী কমিউনিটি পুলিশ সৃষ্টির জন্য আইজিপি একেএম শহীদুল হককে ধন্যবাদ জানান। তিনি নগরবাসীর পক্ষ থেকে অপরাধ নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সমাবশে সভাপিতত্ব করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।  সমাবেশের শুরুতে সিএমপির সাংস্কৃতিক স্কোয়াড ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শীর্ষক থিম সঙ্গীত পরিবেশন করেন। সমাবশে নগরীর ১৬ থানা থেকে মিছিল নিয়ে কয়েক হাজার বিভিন্ন বয়সী নারীপুরুষ উপস্থিত হয়েছেন। এর আগে সকাল ১০টা থেকে মিছিল নিয়ে তারা আসেন লালদীঘি ময়দানে।  হাতি নিয়ে, ঢোলবাদ্য বাজিয়ে তারা হাজির হন। এছাড়া লালদীঘি ময়দানে উপস্থিত জনতার সবার মাথায় কমিউনিটি পুলিস লেখা ক্যাপ এবং গায়ে গেঞ্জিও দেখা যায়।

আরও পড়ুন

সর্বশেষ