শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের যুব রেড ক্রিসেন্ট এখন বিশ্বব্যাপী রোল মডেল

চট্টগ্রামের যুব রেড ক্রিসেন্ট এখন বিশ্বব্যাপী রোল মডেল

pressবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাবস্থাপনা পর্ষদের সদস্য ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম বলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যক্রম এখন বিশ্বব্যাপী রোল মডেল। তাদের কার্যক্রম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে বিচরণ করছে,যাহা চট্টগ্রামবাসীর জন্য গৌরবের।বিশ্বের ১৯১ টি দেশে পরিচালিত রেড ক্রস রেডক্রিসেন্ট কার্যক্রমে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যক্রমকে অনুসরণ করা হয় যা আমাদেরকে গর্বিত ও অনুপ্রাণিত করে। মানবতার সেবায়  সর্ববৃহত্তম সংগঠন রেড ক্রিসেন্ট। এই সংগঠনের সদস্য হওয়া সুভাগ্য ও গৌরবের। প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঘূর্ণিঝড়, ভূমিক¤প, জলোচ্ছ্বাস,সাইক্লোন, ভূমিধ্বস, পাহাড়ধ্বস, ভবনধ্বস সহ যেকোন দুর্যোগে আর্ত মানবতার পাশে দাঁড়িয়ে সর্বপ্রথম রেড ক্রিসেন্ট যুব সদস্যরা সেবায় নিয়োজিত থাকে যা অত্যন্ত প্রশংসনীয় কার্যক্রম। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় যুব সদস্যদেও কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন চট্টগ্রামের যুব সদস্যরা ৭নং সংকেত দেখার সাথে সাথে মাঠে নেমে পড়ে এবং মাইকিং করে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াসহ নানা সেবামূলক কাজ করে থাকে যা আমাদের  খুবই মুগ্ধ করেছে। যুব সদস্যদের সাহসী ভূমিকায় চট্টগ্রামে ঘটে যাওয়া বিভিন্ন দূর্যোগে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে । আমি আশা করব এই প্রশিক্ষণ থেকে লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা আরো বেশি মানবকল্যানে ঝাপিয়ে পড়ব। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে, আইসিআরসির  সহযোগিতায় এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের  তত্বাবধানে ৫দিন ব্যাপী(১৭-২১ অক্টোবর)প্রাথমি চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী  অনুষ্ঠান যুব রেড ক্রিসেন্টচট্টগ্রামের যুব প্রধান এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহী  পর্ষদেরসদস্য মোঃ ফখরুল ইসলাম চৌধুরী পরাগএর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাবস্থাপনা পর্ষদের সদস্য ওরেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রশিক্ষণ বিভাগের উপ পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ জিয়াউল আহসান  এবং আই.আর ও ডি.আর বিভাগের সহকারী পরিচালক রেজাউল করিম । আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা  ইউনিটের জুঃসহকারী পরিচালক আব্দুর রশীদ খান,চট্টগ্রাম সিটি ইউনিটের জুঃসহকারী পরিচালক মোঃ নুরুল করিম, বিডিআরসিএস প্রশিক্ষক ম্রিনাল কান্তি রায়। অনুষ্ঠানসঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ- প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

উল্লেখ্য ৫দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে ২৩-২৫ অক্টোবর ৩দিন ব্যাপীআরো একটি অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এতে চট্টগ্রাম সিটি ইউনিট ২৫ জন যুব সদস্য অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

সর্বশেষ