শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপদেশে বিভিন্ন দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু

দেশে বিভিন্ন দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে- সড়ক দুর্ঘটনায় ৩৪, আত্মহত্যা ৪, ট্রেনে কাটা ১, বিদ্যুৎস্পৃষ্টে ১ ও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সাভার, টাঙ্গাইল, রংপুর,সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ঝিনাইদহ, ঝালকাঠি, নীলফামারী, বাগেরহাট, ভোলা ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:-

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতিতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।  দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হন। গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের নরকোনা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে চার জন নিহত হন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর: রংপুরে পৃথক দুর্ঘটনায় আহত আহদের মধ্যে ৮ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রংপুর কোতোয়ালি থানার উপ-পরির্দশক (এসআই) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, রংপুরে পৃথক ঘটনায় গলায় ফাঁসি দিয়ে দুই নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুলিয়া (সভার): সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যু‍ৎ এলাকায় বাস চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় ফারুক গাজী (২৪) না‌মে এক যুবক নিহত হ‌ন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে আহসান (৩০) নামে এক কারারক্ষী নিহত হন। বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীর শালবরাতে বাসচাপায় সোহেল মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাদী আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে হাসান আলী (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও, রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে শোভন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ঢুলিপাড়া এলাকায় প্রাইভেটকার চাপায় আব্দুল বারী (৩৫) নামে এক যুবকের নিহত হয়েছেন। বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা থানার গাড়াগঞ্জ বাজারে সড়ক দ‍ুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী রূপালী খাতুন (৩৫) নিহত হয়েছেন। ১৭ সেটেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কাঞ্জিলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে বাস খাদে পড়ে শুভা (১০) ও তানিয়া (৬) নামে দুই বোনসহ তিনজন নিহত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুরে বাসচাপায় সজিব (১৮) ও খলিলুর রহমান (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ ও ডিমলায় স্কুলছাত্রীসহ দুইজন আত্মহত্যা করেছেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা মঠ এলাকায় বজ্রপাতে হৃদয় (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক গোলাম রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা: ভোলার তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার বাংলাবাজার ও শিবপুরে এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ এলাকার আ. রবের ছেলে মাহাবুব (৩০) ও তজুমদ্দিনের সম্ভুপুর ইউনিয়নের আ. মালেকের ছেলে মান্নান (২২)। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ