রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়১১ সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

১১ সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ১১ সেপ্টেম্বর দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশেষ উদ্দেশে ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক খোলা রাখার নির্দেশনা সম্বলিত ব্যাংক শাখাগুলো’ খোলা থাকবে। ০৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ও আর্থিক প্রতিষ্ঠান এবং বাজার বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এর পরিবর্তে ২৪ সেপ্টেম্বর শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে মর্মে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, ১১ সেপ্টেম্বর দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ওই দিনের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর কর্মদিবস হিসেবে গণ্য হবে। হস্তান্তযোগ্য আইন-১৮৮১ (The Negotiable Instrument Act, 1881) এর ২৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১২, ১৩, ১৪ সেপ্টেম্বর সাধারণ ছুটি এবং ১১ সেপ্টেম্বর নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনঃনির্ধারণ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ