শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদপ্রবাসী সময়রাজঅতিথিকে দেখার অপেক্ষায় বিশ্ব, অভিনন্দনের বন্যা

রাজঅতিথিকে দেখার অপেক্ষায় বিশ্ব, অভিনন্দনের বন্যা

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

যুক্তরাজ্যের রাজদম্পতি উইলিয়াম ও কেইটকে তাঁদের ছোট্ট সদস্যের সঙ্গে দেখা যাবে কবে? সম্ভবত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর। সে অপেক্ষারই প্রহর গুনছে বিশ্ববাসী।যখন সেইন্ট মেরিস হাসপাতালের সিঁড়িতে দাঁড়িয়ে তারা নতুন অতিথি আসার আনন্দ ভাগ করে নেবেন অগণিত উৎসুক মানুষের সঙ্গে।

তবে কেইট কখন হাসপাতাল ছাড়বেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবই নির্ভর করছে মা ও শিশুর শারীরিক অবস্থার ওপর।

গরম উপেক্ষা করে অসংখ্য মানুষ ইতোমধ্যেই ভিড় জমিয়েছেন হাসপাতালের বাইরে।সেখানে ক্যামেরা নিয়ে অপেক্ষায় আছে চিত্রসাংবাদিকরা।

কেইট আর উইলিয়াম নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বেরোলেই তার ছবি তুলে নেয়ার অপেক্ষায় আছে তারা।ভিড় জমছে বাকিংহাম প্যালেসের বাইরেও।

২২ জুলাই বিকেলেই জন্ম নিয়েছে নতুন এই রাজঅতিথি।যুক্তরাজ্যের ভবিষ্যত রাজার এই জন্মকে অভিনন্দনের বন্যায় ভাসিয়েছে গোটা বিশ্ব৷

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী – সবাই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উইলিয়াম এবং কেইটকে৷

আরও পড়ুন

সর্বশেষ