শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদটপবিএনপির স্থায়ী কমিটির বৈঠক ১৮ আগস্ট

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ১৮ আগস্ট

বিএনপির স্থায়ী কমিটি ঘোষণার পর ১৮ আগস্ট প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর শনিবার অনুষ্ঠিত হবে ২০ দলীয় জোটের বৈঠক। স্থায়ী কমিটির বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন নেতাকর্মীরা। বিশেষ করে দলের নতুন কমিটি ঘোষণার পর এ নিয়ে নানা সমালোচনা ওঠে। যোগ্য অনেক নেতা কমিটি থেকে বাদ পড়েন বলে অভিযোগ রয়েছে। অনেকের মাঝে দেখা দেয় ক্ষোভ ও হতাশা। কমিটি রদবদল এবং যোগ্য ও ত্যাগীদের নতুন কমিটিতে জায়গা দেয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে উগ্র ও সন্ত্রাসবাদ ইস্যুতে জাতীয় বা বৃহত্তর ঐক্যের বিষয়ে পরবর্তী করণীয়ও নিয়েও নেতাদের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও জঙ্গিবাদ ইস্যুতে কি কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে স্থায়ী কমিটির বৈঠকে। এরপর শনিবার জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ