শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতার ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

মমতার ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

PDEP  Trainingআন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বেসরকারী সেচ্ছাসেবী  সংস্থা মমতা  ২০১৩ সাল হতে চট্ট্রগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় “ শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষা ” প্রকল্প বাস্তবায়ন করে আসছে । এ প্রকল্পের আওতায় মমতা শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষা এবং শিশুদের অধিকতর অংশগ্রহন  নিশ্চিত করার জন্য  শিশুদের মা -বাবা,অভিভাবক, শিক্ষক ,স্কুল ম্যানেজমেন্ট কমিটি,কর্মক্ষেত্র মালিক, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি- সিবিসিপিসি,জবাব দিহিতা নিশ্চিত করন কমিটি-এইসি, শিশু দল,স্কুল ভিত্তিক শিশু দল,ইয়্যুথ ফোরামের মাধ্যমে সভা, বিভিন্ন সমাজ সচেতনতা মূলক সভা কার্যক্রম,পাপেট শো, ইতিবাচক শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষন পরিচালনা করে আসছে । মমতা ২০১৬ সালে প্রকল্পের কার্যক্রমে প্রকল্পের আওতাধীন এলাকার ১০৮ জন নিদিষ্ঠ শিশুর মা বাবা ও অভিভাবকদের শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষায়  দৈনন্দিন শিশু লালন পালনে ইতিবাচক নিয়মানুবর্তিতা বিষয়ক প্রশিক্ষন প্রদান করবে । এরই ধারাবাহিকতায় মমতা পিপিএইচপি প্রকল্পের কর্ম এলাকার  ১৩ নং ওয়ার্ডের নির্দিষ্ঠ মা বাবা ও অভিভাবকদের সমন¦য়ে পিতামাতাদের  দৈনন্দিন শিশু লালন পালনে ইতিবাচক নিয়মানুবর্তিতা বিষয়ক ৪ দিন ব্যাপী  প্রশিক্ষণ  আজ সকাল ১০.০০ টায় মমতা কনফারেন্স হলে শুরু হয় । উক্ত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন মমতার উপ-প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ ফারুক । আরো উপস্থিত ছিলেন মমতার পরিচালক( অর্থ) জনাব মোহাম্মদ শাহারিয়ার ।প্রশিক্ষনের শুরুতে প্রকল্পের  ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন  সবাইকে শুভেচ্ছা জানান এবং প্রশিক্ষনের উদ্দেশ্য  সবার সামনে উপস্থাপন করেন ।মমতার পরিচালক( অর্থ) জনাব মোহাম্মদ শাহারিয়ার বলেন- শিশুদের  শারিরীক ও   অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা প্রকল্পের  মাধ্যমে শিশুদের  অধিকার নিশ্চিত করনে মমতা যে উদ্যোগ  এবং  কার্যক্রম বাসÍবায়ন করছে তাহা নিঃ সন্দেহে শিশু সুরক্ষা বিশেষতঃ  শিশুদের শারিরীক ও মানসিক  শাস্তি বন্ধের পাশাপাশি শিশুদের অংশগ্রহন ও বিকাশের ক্ষেত্রে  ব্যাপক ভাবে ভূমিকা রাখছে ।মমতার উপ-প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ ফারুক বক্তব্যের শুরুতে মমতা কর্তৃক বাস্তবায়িত  পিপিএইচপি প্রকল্পের  বাস্তবায়নে প্রকল্প কর্মএলাকার  মা বাবা ও অভিভাবকরা যারা এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে তাদের যে পুরানো ধ্যান ধারনার ইতিবাচক চর্চার মাধ্যমে তাদের বিশ্বাসের ইতিবাচক পরিবর্তন আনছেন  তাদেরকে ও যারা সহযোগিতা করছেন সে সমস্থ শিশুর মা- বাবা, অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি আরো বলেন  শিশুরা আসলে কোন জায়গায় সুরক্ষিত নয় । শিশুদেরকে  দায়ী না করে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাই তাহলে আজকের এই সমস্যাটা সমাধানে বিশেষ ক্ষেত্র তৈরি হবে । এবংতিনি আশা করেন এ  প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে শিশুদের লালন পালনে শিশুদের জীবন মান উন্নয়ন ও অংশগ্রহনে আরো সচেতন ও আন্তরিক হবেন । সেই সাথে যথাসময়ে উপ¯িহত  থেকে প্রশিক্ষনকে সাফল্যমন্ডিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন ।

আরও পড়ুন

সর্বশেষ